তবে কি সাউথ আফ্রিকার পারমিট চালু হবে না!
দীর্ঘদিন পারমিট সহ ভিসা কার্যক্রম বন্ধ থাকায় দক্ষিণ আফ্রিকা বিপাকে পড়েছেন বাংলাদেশী সহ অন্যান্য দেশের বিদেশীরা। অনেকের স্বপ্ন বাড়ি যেতে চাইলেও পারমিট না হওয়াতে নিজ দেশে ফিরতে পারছে না অভিবাসী। তাছাড়া দক্ষিণ আফ্রিকা ফরেনার বিরোধী আন্দোলন সেই সাথে সাউথ আফ্রিকার হোম মিনিস্টার ভিসা কার্যক্রম বন্ধ রেখেছেন। এছাড়া নতুন করে সাউথ আফ্রিকা এসে এস্যালাম করতে পারছেনা বিদেশীরা। কয়েকদিন আগে ও পারমিট, এস্যাল্যাম এবং ভিসা কার্যক্রম চালু হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত তা হয়ে ওঠেনি।
সাউথ আফ্রিকা হোম মিনিস্টার বিদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে এমন কঠোর ভূমিকা পালন করেছে বলে জানা যায়। সেই সাথে সাউথ আফ্রিকা যারা অবৈধভাবে প্রবেশ করেছেন তাদের ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হোম মিনিস্টার। সাউথ আফ্রিকা ফরেনার বিরোধী বিভিন্ন সংগঠনের কারণে এবার শক্ত পজিশনে দাঁড়ালেন সাউথ আফ্রিকার হোম অফিস। তাছাড়া অনেকেই ধারণা করছেন বর্তমান হোম মিনিস্টার পাল্টানো ছাড়া কোন ধরনের পরিবর্তন আসতে নাও পারে। তাই পারমিট চালু হওয়ার ব্যাপারে কোন ধরনের ক্লিয়ারেন্স এখনো পাওয়া যায়নি।
Comments
Post a Comment