আমেরিকার সীমান্তে দুই শতাধিক বাংলাদেশি গ্রেপ্তার

স্বপ্নের দেশ আমেরিকা যেতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বহু মানুষ প্রবেশ করেন। কেউবা সফল হন আবার কেউবা ইমিগ্রেশনের কাছে গ্রেপ্তার হন। গতবছর লুইজিয়ানা সীমান্তে দুই শতাধিক বাংলাদেশি গ্রেপ্তার হওয়া খবর প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যমে। সম্প্রতি ৬ বাংলাদেশি জেল থেকে ছাড়া পেলে নিউইয়র্ক নাম গোপন অনিচ্ছুক তারা বলেন দুইশত বেশি বাংলাদেশি আমেরিকার জেলহাজতে রয়েছেন। তাদের কাছে থেকে আরো জানা যায়, ৫০০০ ডলার অনেকের পক্ষে জোগাড় করা সম্ভব হয় না বলে অনেক বাংলাদেশি এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রে জেলহাজতে পড়ে আছেন। বনের অভাবে অনেকেই কারাগার থেকে মুক্ত হতে পারছে না। তারা আরও জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিরা জড়ো হয়েছেন আমেরিকা সীমান্তে এবং অনেকেই খালাস পেয়েছেন আবার অনেকেই জেলখানায় বন্ডের অভাবে বন্দী রয়েছেন। সাধারণত যারা রাজনৈতিক আশ্রয় নিয়েছে তাদের অনেকই ছেড়ে দিয়েছে পুলিশ। বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের মানুষ দুর্গম পথ পাড়ি দিয়ে আমেরিকা অনুপ্রবেশ অনেকটাই বেড়ে গিয়েছে।