দূর থেকে ইউরোপ, আমেরিকার যতটা সহজ মনে হয়। কিন্তু বাস্তবতা ধূসর এবং বিবর্ণ
অনেকেই ভাবছেন, যদি ইউরোপ, আমেরিকা যাওয়া যেত মনে হয় লাইফা অনেক আলো ঝলমলে রঙ্গিন হত। কিন্তু বাস্তবতা বিচিত্র তা হয়তো অনেকেই জানেনা। অনেকেই ভাবছেন ইউরোপ-আমেরিকা হয়তোবা টকার মেলা। শুধু টাকা আর টাকা। আসলে বাস্তবতা অনেকটাই কঠিন।
যেই মানুষগুলো নিজের দেশে কর্মসংস্থান না খুঁজে বিদেশমুখী হয়ে থাকে বা বিদেশে যাওয়ার কথা ভাবছেন। তারা অনেকটাই জানেইনা ইউরোপ-আমেরিকা টাকা উপার্জন করা কতটা কঠিন। কারো কারো ভাগ্য খারাপ হলে তারা ইউরোপিয়ান, আমেরিকা যেয়েও শূন্য হাতে বাড়ি ফিরতে হবে।
বর্তমান সময়ে করোনা পরিস্থিতি ইংল্যান্ড প্রায় ১ লক্ষ্যেও বেশি মানুষ কর্মহীন। কোনরকম জীবনের সাথে লড়ে ক্ষুধা নিবারণ করছেন। অনেকেই তাদের চাকরি হারিয়েছেন। আবার অনেক ইন্ডাস্ট্রি একজন ক্লোজ ডাউন হয়ে গেছে করোনা ভাইসের কারনে। পৃথিবীর অনেক দেশে অর্থনৈতিক মন্দায় বেশির ভাগ অনেকটাই কর্মহীন হয়ে গেছে অর্থনীতির চাকা। দূর থেকে যতটা ইউরোপ-আমেরিকার সহজ মনে হয়। কাছে গেলেই নেমে আসে ধূসর এবং বিবর্ণ।
মানুষ গুলো জীবনের সাথে যুদ্ধ করে কোনরকম বসবাস করছেন। আর্থিক সংকট সর্বদিকে হাহাকার। এমন অবস্থায় যারা ভাবছেন ইউরোপ আমেরিকা টাকার পাহাড়, তারা অবশ্যই ভুল সিদ্ধান্ত বসবাস করছেন।
Comments
Post a Comment