স্বপ্নের দেশ আমেরিকা যেতে ১১ দেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত পথ পাড়ি দিচ্ছেন বাংলাদেশিরা
স্বপ্নের দেশ আমেরিকা যেতে ১১ ঝুঁকিপূর্ণ সীমান্ত পাড়ি দিচ্ছেন বাংলাদেশিরা। আমেরিকা যাওয়ার জন্য একেকজন বাংলাদেশি ৬০-৬৫ লক্ষ টাকা খরচ করে অবৈধ উপায়ে আমেরিকা যাচ্ছেন।
বাংলাদেশ থেকে ব্রাজিল যাওয়ার জন্য ৪০ লক্ষ হাতিয়ে নিচ্ছেন দালালরা। ব্রাজিল থেকে মেক্সিকো সীমান্ত যেতে আরো ২০ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে দালালরা। পা’চারকারীরা গত ১০ বছরে দেশ থেকে ২০ হাজার মানুষ পা’চার হয়েছে ব্রাজিলে।
ব্রাজিলের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ঘনবসতিপূর্ণ শহর সাও পওলোতে ব্যবসা করছেন বাংলাদেশিসহ অন্যদেশের দালালরা। ব্রাজিলে অবস্থানরত বাংলাদেশি ‘বিডি ট্যুর এলটিডিএ’ নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিপুল সংখ্যক মানুষ পা'চার করেছে বলে জানা যায় একটি গণমাধ্যমে।
এছাড়াও বাংলাদেশি সেলিম ওরফে আনোয়ার হোসেন, রুহুল আমিন চঞ্চল, হারুনুর রশিদ, আহমেদ রনি, এম ডি বুলবুল হোসাইন, জাওয়াদ আহমেদ, তমোর খালিদ, ইরফান চৌধুরী ও আরো অনেকে সিন্ডিকেট বাংলাদেশ থেকে মানুষ পা’চার কাজে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত রয়েছেন।
লক্ষ লক্ষ টাকা বিনিময়ে বাংলাদেশিদের ঝুঁকিপূর্ণ সীমান্তে ঠেলে দিচ্ছেন এসব দালাল চক্র। গত মাসে আমেরিকার বিভিন্ন সীমান্তে অনেক বাংলাদেশিদের লক্ষ্য করা যায়। আমেরিকার একটি গণমাধ্যমে উল্লেখ করেছেন আটককৃত অনেকেই বাংলাদেশি। অবৈধ উপায়ে তারা বিভিন্ন দেশের সীমান্ত দিয়ে আমেরিকা অনুপ্রবেশ করতে চাচ্ছে। দালালের খপ্পরে পড়ে অনেকে পথ পাড়ি দিতে নিজের জীবন দিয়েছেন। আমেরিকান নেওয়ার কথা বলি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন এই দালাল চক্রটি।
Comments
Post a Comment