Posts

Featured Post

আফ্রিকান কালোকে নোয়াখাইল্লা কিভাবে বাংলা শিখালো!

Image
জুলো সম্প্রদায়ের জন্ম নেওয়া ছেলেটা দক্ষিণ আফ্রিকা ফুমালাঙ্গা দারিদ্র গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা-মা তার জন্মের পর নাম দিয়েছিল সেমকেলো। দারিদ্রতার ভয়াবহতায় স্কুল জীবনে চাকরি জীবন শুরু করেন বাংলাদেশি গোসারি দোকানে। স্কুল জীবনে থাকতেই সেই শহরের পিয়ার আলী নামে একজন বাংলাদেশী সেমকেলো কে চাকরিতে রাখেন। দক্ষিণ আফ্রিকা বেশিরভাগ বাংলাদেশী দোকানদার কালোদের সাথে কথা বলতে হাসি ঠাট্টায় বাংলায় কথা বলতে পছন্দ করেন। দোকানে কাস্টমার আসলেই বাংলাতে তাদের জিজ্ঞেস করতে দেখা যায় কেমন আছেন। সেই ৮ বছর বয়স থেকে বাংলাদেশীদের সুপার মার্কেটে চাকরি জীবন শুরু করেন সেমকেলো। দীর্ঘ পাঁচ বছর চাকরি করে টুকটাক বাংলা বলতে পারতেন সেমকেলো। ক্লাস টেনে থাকা অবস্থায় গ্রামে বাংলাদেশীদের দোকান ছেড়ে শহরে উঠে আসেন সেমকেলো। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া হোম অফিসে এই ছেলেটাকে দেখা যেত বাংলাদেশিদের এসাইলাম করার জন্য সহায়তা তাছাড়া ৫০ টাকার  বিনিময় প্রিটোরিয়া হোমি অফিসে বাংলাদেশীদের সিকিউরিটি গেট পর করাতো। কয়েকদিন সেখানে কাজ করার পর চাকরি ছেড়ে গ্রামের বাড়িতে চলে গেছেন সেমকেলো। ২০১৯ সালে সেমকেলো সাউথ আফ্রি...

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অপু কে হত্যা করার চেষ্টা করেন সন্ত্রাসী টিটু!

Image
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অপুকে হত্যার চেষ্টা করেন এলাকার সন্ত্রাসী টিটু।  নোয়াখালী সোনাইমুড়ী বজরা বারাই নগর গ্রামের পাটোয়ারী বাড়ির আনোয়ার হোসেন বাহারের ছেলে অপুকে হত্যার চেষ্টা করেন একই গ্রামের দর্জিবাড়ির রুহুল আমিনের ছেলে টিটু। টিটুর বেখেয়ালি মোটর সাইকেল চালানো এবং উগ্রভাবে রাস্তায় অন্যকে এক্সিডেন্ট করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় অপু প্রতিবাদী কন্ঠে গর্জে উঠলে টিটু অমানবিক কায়দায় আক্রমণ করেন অপুকে। টিটু সন্ত্রাসীদের কায়দায় চুরি-আঘাতে এবং অস্ত্রের আঘাতে হত্যা করতে চেয়েছিল অপুকে, সে সময় ঘটনাস্থলে স্থানীয় মানুষ এগিয়ে না আসলে হয়তো অপুকে নৃশংসভাবে হত্যা করত চোর ডাকাত নামে অভিহিত টিটু। গত কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকা থেকে ছুটিতে বাড়িতে আসেন অপু। ভালো পরিবারের ছেলেটা অবৈধ কর্মকান্ড প্রতিরোধ করার জন্য প্রতিবাদী সুরে গর্জে উঠলে মাদক ব্যবসায়ী কিংবা চোরা মোটরসাইকেলের ব্যবসা করা টিটু নিষ্পাপ অপুকে নির্মমভাবে মেরে ফেলতে চেয়েছিল। ভাগ্যিস এলাকার লোক না আসলে হয়তো অপুর ঘটনাস্থলে মৃত্যু হতো। তাই নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার পুলিশদের বলবো এমন অমানবিক ঘটনার জন...

তবে কি সাউথ আফ্রিকার পারমিট চালু হবে না!

Image
সাউথ আফ্রিকা কখন পারমিট চালু হবে। স্বপ্ন কখন বাড়ি পৌঁছাবে এই ভাবনায়  বাংলাদেশিরা দিন গুনছে সাউথ আফ্রিকা। দীর্ঘ দুই বছর পারমিট বন্ধ থাকার পরেও নতুন করে পারমিট চালু হওয়ার ব্যাপারে কোন খবর পাওয়া যায়নি। মেয়াদ উত্তীর্ণ এক্স টেনশনের ক্ষেত্রেও ঠিক একই ভূমিকা পালন করছেন সাউথ আফ্রিকার হোম অফিস।  দীর্ঘদিন পারমিট সহ ভিসা কার্যক্রম বন্ধ থাকায় দক্ষিণ আফ্রিকা বিপাকে পড়েছেন বাংলাদেশী সহ অন্যান্য দেশের বিদেশীরা। অনেকের স্বপ্ন বাড়ি যেতে চাইলেও পারমিট না হওয়াতে নিজ দেশে ফিরতে পারছে না অভিবাসী। তাছাড়া দক্ষিণ আফ্রিকা ফরেনার বিরোধী আন্দোলন সেই সাথে সাউথ আফ্রিকার হোম মিনিস্টার ভিসা কার্যক্রম বন্ধ রেখেছেন। এছাড়া নতুন করে সাউথ আফ্রিকা এসে এস্যালাম করতে পারছেনা বিদেশীরা। কয়েকদিন আগে ও পারমিট, এস্যাল্যাম এবং ভিসা কার্যক্রম চালু হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত তা হয়ে ওঠেনি। সাউথ আফ্রিকা হোম মিনিস্টার বিদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে এমন কঠোর ভূমিকা পালন করেছে বলে জানা যায়। সেই সাথে সাউথ আফ্রিকা যারা অবৈধভাবে প্রবেশ করেছেন তাদের ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হোম মিনিস্টার। সাউথ আফ্...

সাউথ আফ্রিকা কিভাবে সিটিজেনশিপ আইডি এপ্লাই করবেন।

Image
এ কটা দেশের সিটিজেনশিপ কতটা গুরুত্বপূর্ণ তা কম বেশি সবাই জানে। এই সিটিজেনশিপ পাওয়ার জন্য অনেকেই মরিয়া হয়ে উঠেছেন। একটা দেশের নাগরিকত্ব পাওয়া মানেই বহু ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি হওয়া। আবার বহু বাংলাদেশি রয়েছেন যারা মোট অংক খরচ করে আইডি কিনেছেন। আজকের জানতে পারবেন যে পথ অবলম্বন করে আপনি সাউথ আফ্রিকার আইডি নিতে পারবেন। কিংবা দক্ষিণ আফ্রিকার আইডি পাওয়ার জন্য কি কি ডকুমেন্ট দরকার হতে পারে এবং যারা মোটা অংক খরচ করে আইডি পেয়েছেন, ভবিষ্যতে তাদের কি সমস্যা হতে পারে তার সাথে নানা বিষয় নিয়ে আলোচনা করা হল। দক্ষিণ আফ্রিকা বহু বাংলাদেশি রয়েছে যারা আইডি নিয়ে চলাফেরা করেন। আবার এমনও বাংলাদেশি রয়েছেন যারা মোটা অংকের বিনিময় আইডি করেছেন। বিষয়টা আগে ক্লিয়ার করি। যারা সম্পূর্ণ বৈধ উপায়ে আইডি পেয়েছেন তাদের আইডি অবশ্যই অরজিনাল। আর যারা মোটা অংক খরচ করে আইডি কিনেছেন তাদের ব্যাপারে একটু জটিলতা রয়েছে। বহু বাংলাদেশি 1 থেকে 2 লাখ রেন্ড খরচ করে আইডি কিনেছেন। যে আইডির নিয়ে অনেক সময় এয়ারপোর্ট থেকে আপনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। বহু বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর অভিযোগ রয়েছে। আবার যার...

দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সোনারগাঁও হোটেলে গেলে মামুনুল হকে হয়রানি ও লাঞ্ছিত করেন ছাত্রলীগ।

Image
হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সোনারগাঁও হোটেলে ঘুরতে গেলে ছাত্রলীগ ও যুবলীগ তাকে লাঞ্ছিত করেন। সেই সময় মামুনুল হককে টানা হিচড়ে করে তাকে অপমান অপদস্ত করে ছাত্রলীগ ও যুবলীগ। নারায়ণগঞ্জের সোনারগাঁও হোটেলে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মাওলানা মামুনুল হক তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঘুরতে গেলে ছাত্রলীগের হাতে লাঞ্চিত ও হয়রানির শিকার হয়। সেই সময় ছাত্রলীগ ও যুবলীগ তাকে আটকে রেখে বিভিন্নভাবে হেস্তনেস্ত করেন।  দেশের বিভিন্ন অঞ্চল থেকে হেফাজতের কর্মীরা এসে নারায়ণগঞ্জের সোনারগাঁও হোটেলে থেকে মামুনুল হক কে মুক্ত করে নিয়ে যান। মাওলানা মামুনুল হক অনেকবার তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করলেও ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা তা শুনতে নারাজ। অনেকেই আবার ঘটনাটি পরিকল্পিত বলে আখ্যায়িত করেন। হেফাজতের আন্দোলন দমাতে এরকম মিথ্যা বানোয়াট ও জবরদস্তি করে মাওলানা মামুনুল হককে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে মাওলানা মামুনুল হক কে নারী কেলেঙ্কারিতে জড়িয়ে বিভিন্ন মিডিয়া নিউজ হেয় প্রতিপন্ন করেছে বলে আখ্যায়িত করেন হেফাজতের বিভিন্ন নেতাকর্মীরা।

দক্ষিণ আফ্রিকা থেকে আমেরিকার উদ্দেশ্য ৪ বাংলাদেশি এখন মেক্সিকো সীমান্তে !

Image
স্বপ্নের দেশ আমেরিকা যেতে বিভিন্ন পথ অবলম্বন করে বাংলাদেশি আমেরিকা চলে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দক্ষিণ আফ্রিকা থেকে বিভিন্ন বাংলাদেশি দালালের মাধ্যমে বিভিন্ন দেশে পাড়ি দিয়ে আমেরিকা উঠেছেন। চলতি বছরে দক্ষিণ আফ্রিকার ছেড়েছেন বহু বাংলাদেশি। জানুয়ারির শেষের দিকে চারজন বাংলাদেশি দক্ষিণ আফ্রিকা থেকে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেন। বিশ্বের বিভিন্ন দেশে থাকা দালালের মাধ্যমে চুক্তি করে ৪ বাংলাদেশী এখন মেক্সিকো সীমান্তে। মেক্সিকো বর্ডার থেকে সাউথ আফ্রিকা বাংলা নিউজকে ফোন করে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা থেকে আমেরিকা রওনা দেওয়া ৪ বাংলাদেশি এখন মেক্সিকো সীমান্তে। তার সাথে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি, ভারত, পাকিস্তানি প্রায় ৩৫ জন অভিবাসী জড়ো হয়েছেন আমেরিকা সীমান্তে। মেক্সিকো থেকে আমাদেরকে আরও জানিয়েছেন, বাংলাদেশি বিভিন্ন দেশ থেকে ৭, ৮ দেশের সীমান্ত দিয়ে প্রায় সাতজন বাংলাদেশি আমেরিকা প্রবেশ করেন। অভিবাসনের জন্য বিভিন্ন নীতিমালা সহজ করে দিলে আমেরিকা পথে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ আমেরিকা যাওয়ার জন্য মেতে উঠেছেন।

প্রবাসীদের লাগেজ হা’রালে প্রতি কেজিতে ১ লাখ টাকা জ’রি’মানা পাবেন।

Image
যেকোনো যাত্রীর ফ্লাইটে লাগেজ হারালে প্রতি কেজিতে ১ লক্ষ ১৭ হাজার টাকা করে জরিমানা পাবে যাত্রী! এখন থেকে নতুন নিয়মে এ আইন পাস করা হয়েছে। এছাড়াও বিমান দু’র্ঘ’ট’নায় কোন যাত্রীর মৃ’ত্যু বা ক্ষ’তি হলে ক্ষ’তি’পূরণের পরিমান বাড়িয়ে করা হয়েছে ১কোটি ১৭ হাজার টাকা। যা আগের চেয়ে প্রায় তিন গণ বেশি।  গত সোমবার সকালে মন্ত্রিসভায় গৃহীত হওয়া নতুন আইনে পাস করা হয়েছে। এখন থেকে যেকোন যাত্রীর লাগেজ হারালে প্রতি কেজিতে ১ লক্ষ ৭০ হাজার টাকা ক্ষতিপূরণ পাবে। যার মূল্য আগে ছিল ২০ ডলার বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৭০০ টাকা। এছাড়া বিমান দুর্ঘটনা এবং কোন ব্যক্তির মৃত্যু হলে ১ লাখ ৭০ হাজার টাকার বদলে বাড়িয়ে ১ কোটি ১৭ হাজার টাকা করা হয়েছে।  তাছাড়া কার্গো বিনষ্ট বা হারানো’র জন্য কেজিপ্রতি ২০ ডলার থেকে নতুন আইনে ক্ষ’তিপূরণের অংশ বেড়ে ২৪ ডলার হবে। নতুন আইনে যাত্রীরা কিছুটা হলেও স্বস্তি নিঃশ্বাস মিলেছে বলে আখ্যায়িত করেছেন প্রবাসী ঐক্য ফোরাম। তাছাড়া প্রবাসীদের মালামাল হারানো রোধ করা সম্ভব বলে মনে করেন বাংলাদেশের বিমান মন্ত্রণালয়।