প্রবাসীদের লাগেজ হা’রালে প্রতি কেজিতে ১ লাখ টাকা জ’রি’মানা পাবেন।
যেকোনো যাত্রীর ফ্লাইটে লাগেজ হারালে প্রতি কেজিতে ১ লক্ষ ১৭ হাজার টাকা করে জরিমানা পাবে যাত্রী! এখন থেকে নতুন নিয়মে এ আইন পাস করা হয়েছে।
এছাড়াও বিমান দু’র্ঘ’ট’নায় কোন যাত্রীর মৃ’ত্যু বা ক্ষ’তি হলে ক্ষ’তি’পূরণের পরিমান বাড়িয়ে করা হয়েছে ১কোটি ১৭ হাজার টাকা। যা আগের চেয়ে প্রায় তিন গণ বেশি।
গত সোমবার সকালে মন্ত্রিসভায় গৃহীত হওয়া নতুন আইনে পাস করা হয়েছে। এখন থেকে যেকোন যাত্রীর লাগেজ হারালে প্রতি কেজিতে ১ লক্ষ ৭০ হাজার টাকা ক্ষতিপূরণ পাবে। যার মূল্য আগে ছিল ২০ ডলার বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৭০০ টাকা।
এছাড়া বিমান দুর্ঘটনা এবং কোন ব্যক্তির মৃত্যু হলে ১ লাখ ৭০ হাজার টাকার বদলে বাড়িয়ে ১ কোটি ১৭ হাজার টাকা করা হয়েছে।
তাছাড়া কার্গো বিনষ্ট বা হারানো’র জন্য কেজিপ্রতি ২০ ডলার থেকে নতুন আইনে ক্ষ’তিপূরণের অংশ বেড়ে ২৪ ডলার হবে। নতুন আইনে যাত্রীরা কিছুটা হলেও স্বস্তি নিঃশ্বাস মিলেছে বলে আখ্যায়িত করেছেন প্রবাসী ঐক্য ফোরাম। তাছাড়া প্রবাসীদের মালামাল হারানো রোধ করা সম্ভব বলে মনে করেন বাংলাদেশের বিমান মন্ত্রণালয়।
Comments
Post a Comment