দক্ষিণ আফ্রিকা থেকে আমেরিকা যাওয়ার জন্য উপচে পড়া ভিড়।
দক্ষিণ আফ্রিকার বর্তমান পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে অনেকেই এই দেশ ছেড়ে চলে যাচ্ছেন। চুরি, ডাকাতির উৎপাত এতটাই বেড়ে গেছে অনেকেই এজন্য দক্ষিণ আফ্রিকা ছেড়ে চলে যাচ্ছেন। ইতিমধ্যেই অনেকেই স্বপ্নের দেশ আমেরিকা যাওয়ার জন্য উপচে পড়া ভীড় করছেন পাসপোর্ট অফিসে।
ব্রাজিল, কোস্টারিকা এবং পানামা হয়ে ইতিমধ্যে অনেকেই আমেরিকা উদ্দেশ্যে রওনা হয়েছেন। আবার অনেকেই যাওয়ার জন্য উপচে পড়া ভিড় করছেন দালালের খপ্পরে। দক্ষিণ আফ্রিকার নানা অনিয়ম অস্থিতিশীল পরিস্থিতিতে বাঙালিরা এই পথ বেছে নিয়েছেন।
দক্ষিণ আফ্রিকা থেকে অনেকেই আমেরিকা চলে গেলেও খুবই ঝুঁকিপূর্ণ এই পথ পাড়ি দিতে কয়জনই বা পারে। এই ঝুঁকিপূর্ণ পথ দিয়ে যেতে অনেকে আবার মাঝপথে আটকা পড়েন। ভাগ্যের নির্মম পরিহাসে অনেকে হারিয়ে গেছে। তাই আমেরিকা যাওয়ার আগে অবশ্যই ভেবেচিন্তে যাওয়াই উত্তম।
Comments
Post a Comment