বহির্বিশ্বে নোয়াখালীর মানুষ কেন এত জনপ্রিয়? বাঁচতে হলে, জানতে হবে।


বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে নোয়াখালী জেলা অবস্থিত। বাংলাদেশে অন্যান্য জেলার চেয়ে নোয়াখালী জেলার মানুষের অবদান অনস্বীকার্য। বাংলাদেশ থেকে শুরু করে বহির্বিশ্বে নোয়াখালীর মানুষ চোখে পড়ার মতো। কেউ কেউ নোয়াখালী মানুষকে চাঁদের দেশের মানুষ বলে আখ্যায়িত করেন।

বাংলাদেশ অন্যান্য মানুষের পাশাপাশি নোয়াখালীর মানুষ একদমই আলাদা ভাবে চেনা যায়। বিশেষ করে তাদের আঞ্চলিক ভাষা খুবই জনপ্রিয়। মুখ দেখে কেউ আন্দাজ না করতে পারলেও কথা শুনে একদমই বলে দিতে পারেন উনি নোয়াখালী জেলার। এই নোয়াখালী জেলার মানুষগুলো বহির্বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন।

আমেরিকা, ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা মহাদেশে নোয়াখালীর মানুষ চোখে পড়ার মতো। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের কোন মানুষ না পাওয়া গেলেও নোয়াখালী মানুষ থাকবেই। নোয়াখালী জেলার মানুষই গুলো বেশির ভাগ বিদেশমুখী। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি অনেকেই বিদেশে ভ্রমণ করেন। যেখানে অন্যান্য জেলার মানুষেরা বিদেশমুখী না হলেও নোয়াখালীর মা-বাবারা তাদের ছেলে মেয়েকে একটু বড় হলেই বিদেশে পাঠাতে খুবই উৎস দিয়ে থাকেন।

কেউ কেউ রসিকতা করে থাকেন, অনেকের মুখে শোনা যায় ৬০ ফুট মাটির নিচে গেলেও নোয়াখালীর মানুষ থাকবেই। কেউ কেউ আবার নোয়াখালী মানুষদের জাপানি বলে ডাকেন। বিশ্বে নানান দেশে নোয়াখালীর মানুষ খুবই প্রতিষ্টিত। ব্যবসা-বাণিজ্য বেশ সাফল্য অর্জন করে বহির্বিশ্বে নোয়াখালির মানুষ তাদের নিজ দেশকে এগিয়ে রেখেছেন। বুদ্ধিমত্তায় নোয়াখালীর মানুষ উন্নয়নের নতুন ধারায় তাদের অবস্থানকে অনেকটাই স্বনামধন্য করেছেন। তাই অনেকেই নোয়াখালী মানুষে সেরা বলে আখ্যায়িত করেছেন। বিশ্বের বিভিন্ন দেশে নোয়াখালীর মানুষ তাদের দেশকে, তাদের মাতৃত্বকে, তাদের স্বাধীনতা-সার্বভৌমত্বকে উজ্জীবিত করার অন্যরকম হাতিয়ার হিসেবে কাজ করে যাচ্ছে। নোয়াখালীর মানুষ বেঁচে থাকুক সবার অন্তরে।


Comments

Popular posts from this blog

আফ্রিকান কালোকে নোয়াখাইল্লা কিভাবে বাংলা শিখালো!

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অপু কে হত্যা করার চেষ্টা করেন সন্ত্রাসী টিটু!

তবে কি সাউথ আফ্রিকার পারমিট চালু হবে না!