দক্ষিণ আফ্রিকায় Ridendrop অ্যাপ নিয়ে এলো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান


দক্ষিণ আফ্রিকা বাংলাদেশি মালিকানাধীন অ্যাপ্লিকেশন রাইডন্দ্রপ (Ridendrop) অ্যাপ।  এই রাইডন্দ্রপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি উবার, বোল্টের মত রিকোয়েস্ট করে পাচ্ছেন টেক্সি সহ অন্যান্য যাতায়াত সুবিধা।

দক্ষিণ আফ্রিকায় এই প্রথম বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ridendrop অ্যাপ। নোয়াখালীর কৃতি সন্তান ও স্বনামধন্য ব্যবসায়ী শফি উল্লাহ সামির বিস্ময়কর অবদান এটি। এর আগে তিনি SWT TRAVEL খুলে বেশ জনপ্রিয়তা পেয়েছেন দক্ষিণ আফ্রিকা। তারি উদ্যোগে এবার স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশী প্রবাসীদের সুবিধার্থে নিয়ে এলেন Ridendrop অ্যাপ।

গুগল প্লে স্টোর থেকে আপনি চাইলে এই অ্যাপটি ইন্সটল করতে পারবেন খুব সহজে এবং ফ্রীতে। সাইন আপ করার জন্য আপনাকে একটা নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। তারপরেই আপনি এই অ্যাপের মাধ্যমে রিকোয়েস্ট করে যেকোনো ট্যাক্সি নিয়ে যেখানে খুশি সেখানে ভ্রমণ করতে পারবেন। আপনি চাইলে নিচের লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারেন।

https://ridendropuser.page.link/F91utTMtFRhRnp6KA

সাফি উল্লাহ সামী বলেছেন, আমি এই অ্যাপ্লিকেশন নিয়ে খুবই আশাবাদী। স্থানীয় থেকে শুরু করে বাংলাদেশী প্রবাসীদের উপর আস্থা অর্জন রেখে তিনি খুবই আশাবাদী সবাই এই অ্যাপটি একবার করে হলেও ইন্সটল করে সুবিধা ভোগ করবে। তিনি আরো বলেছেন, খুবই সস্তা এবং স্বল্প খরচে এই অ্যাপ্লিকেশন এর ব্যবহার যথাযথ সবার ভালো লাগবে।

আমি একজন বাংলাদেশী হয়ে অবশ্যই এই দক্ষিণ আফ্রিকাতে আমাদের নিজের দেশের অ্যাপ্লিকেশন ব্যবহারে যথাযথ ভূমিকা পালন করব। এবং নিজের দেশের মালিকানাধীন অ্যাপ্লিকেশন ব্যবহারে সবার সাপোর্ট কামনা করি।

Comments

Popular posts from this blog

আফ্রিকান কালোকে নোয়াখাইল্লা কিভাবে বাংলা শিখালো!

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অপু কে হত্যা করার চেষ্টা করেন সন্ত্রাসী টিটু!

তবে কি সাউথ আফ্রিকার পারমিট চালু হবে না!