দক্ষিণ আফ্রিকা থেকে আমেরিকা যেতে ব্রাজিল পাড়ি জমাচ্ছে বাংলাদেশিরা

দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশিরা বিভিন্ন পন্থা অবলম্বন করে আমেরিকার উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছেন ব্রাজিল। বাংলাদেশি, ইন্ডিয়া ও পাকিস্তানী দালালের খপ্পরে পড়ে হাজার হাজার বাংলাদেশি ব্রাজিলে পাড়ি জমিয়েছেন। ব্রাজিলের একটি সংবাদ মাধ্যমে জানা যায় পানামা, ইকোডোর হয়ে বাংলাদেশিরা আমেরিকা অনুপ্রবেশ করতে চাচ্ছে।

গত মাসে ৭ জন বাংলাদেশী গ্রেফতার হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অনুপ্রবেশ নিয়ে কথোপকথন। গ্রেফতারকৃত ৭ জনের মধ্যে চারজন বাংলাদেশী নাগরিক থাকার উদ্বিগ্ন মার্কিন গণমাধ্যম। ২০১০ থেকে ২০২০ এর মধ্যে ২০ হাজার বাংলাদেশি অনুপ্রবেশ করেছে আমেরিকা। 

অন্যান্য দেশের পাশাপাশি বেশিরভাগ বাংলাদেশী বর্ডারে গ্রেপ্তারকৃত হওয়া নিয়ে মন্তব্য করেছেন মার্কিন গণমাধ্যম। মেক্সিকোর রিও গার্ডেন ও অন্যান্য বর্ডারে বাংলাদেশীদের ভীড় লক্ষ্য করা যায়। ব্রাজিল একটি প্রদেশে তারা উল্লেখ করেছে বেশিরভাগ ভিজিট ভিসা নিয়ে দেশটিতে বাংলাদেশিরা বিভিন্ন পন্থা অবলম্বন করে আমেরিকা চলে যাচ্ছে। 

Comments

Popular posts from this blog

আফ্রিকান কালোকে নোয়াখাইল্লা কিভাবে বাংলা শিখালো!

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অপু কে হত্যা করার চেষ্টা করেন সন্ত্রাসী টিটু!

তবে কি সাউথ আফ্রিকার পারমিট চালু হবে না!